Ad

                          একটা জীবন সস্তা জীবন 


একটা জীবন, সস্তা জীবন -
টুপ করে যায় ঝরে। 
কারো কাছে ব্যাখ্যা থাকে,
কারো নেহাৎ অকারণে। 
তবুও জীবন, সত্যি জীবন
আলগা তারের বাঁধন, 
মিষ্টি হাসি, একটু কাঁশি,
অল্প মাতন, অল্প নিশি
চপল বড়ো যাপন। 
একটা জীবন সত্যি বড়ো 
বেয়াড়া আগলছাড়া
পাশ ফিরিয়ে একটু শুলেই 
নিমেষে সীমাহারা। 
তবুও জীবন, সত্যি জীবন 
তোরই লাগি কাঁদি
ভাতের থালায় আলু মেখে, 
লঙ্কা মেখে তোরই লাগি সাধি। 

                            অংশুমান বর্মন 
                             ১১.০২.২০১৭

Catch the fire



 

Ballpen Sketch

 

Aankibuki image "Single Sketch Male Face." can be used for personal and commercial purposes according to the conditions of the purchased Royalty-free license. The illustration is available for download in high resolution quality.